Friday, November 28, 2025
Homeদেশগ্রামসরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- এমপি শাওন

সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ২০২১ ইং দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। মাসিক সভার শুরুতে প্রধান অতিথি ফরাজগঞ্জ ইউনিয়নের হারিছ আহমেদের সন্তান নুরআলমমের বসত ঘর আগুনে পুরে যাওয়ার কারনে অসহায় নুরআলমকে ১০ হাজার টাকার চেক বিতরন করেন তিনি।

প্রধান অতিথি এমপি শাওন মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন উপজেলা পরিষদকে আরো শক্তিশালী ও জবাবদিহিতার সহিত কাজ করতে হবে। সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সাধারন মানুষদেরকে কোন রকম হয়রানি করা যাবেনা। মনে রাখতে হবে সাধারন মানুষের ট্যক্সি এর টাকায় সরকারি কর্মচারীদের বেতন চলে। সাধারন নাগরিকদের অযথা হয়রানি করা যাবে না। প্রশাসনের লক্ষ্য থাকা উচিত জনগনের সেবা করা।

উপজেলা পরিষদের মাসিক সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মাহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা খানম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবীসহ লালমোহন উপজেলার সকল অফিসের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য