Wednesday, October 15, 2025
Homeখেলাধুলাসমাজ থেকে অপরাধ দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই- এমপি শাওন

সমাজ থেকে অপরাধ দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই- এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ভোলা প্রেসক্লাবকে ৩-২ গোলে হারিয়ে জয় লাভ করে তজুমদ্দিন প্রেসক্লাব।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য এমপি শাওন।

এসময় প্রধান অতিথির আলোচনায় এমপি শাওন বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অপরাধ দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই।খেলার কোন বয়স নেই, সকল বয়সের সমবয়সী সকলে নিজেদের মধ্যে খেলাধুলা চালিয়ে যাওয়া উচিত।শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যস্ত রাখতে পারলে তারা অপরাধের দিকে পা বাড়াবে না।    

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি,  তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক নুরুন্নবী, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মালেক, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মহিন আহম্মেদ প্রমূখ।

উল্লেখ্য লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ৪ ডিসেম্বর ২০২১ ইং বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।টুর্নামেন্টে ভোলা প্রেসক্লাব, দৌলতখান প্রেসক্লাব, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব, তজুমদ্দিন প্রেসক্লাব ও লালমোহন প্রেসক্লাব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য