Saturday, August 2, 2025
Homeদেশগ্রামসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিত্রগ্রাহক রাহাতের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিত্রগ্রাহক রাহাতের

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রাণ গেল চিত্রগ্রাহক অনিমেষ রাহাতের। বুধবার সকালে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় ‍মৃত্যু হয় তার।

রাহাতের সহকর্মী চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন জানান, সকালে ঘুম থেকে উঠেই রাহাতের মৃত্যুর খবরটি শুনতে পেয়েছি। রাহাতের এমন অকাল মৃত্যু সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর। ভোর ৬টার দিকে রাহাত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। 

অনিমেষ রাহাত কলকাতায় এসকে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সেখান থেকে দেশে ফিরে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। এরপর স্টেডিক্যাম নিয়ে কাজ করেন তিনি। বেশকিছু চলচ্চিত্রে তিনি স্টেডিক্যাম চালিয়েছেন। সে তালিকায় রয়েছে- ‘ডুব’, ‘নবাব এল এল বি’, ‘গাঙচিল’, ‘মুক্তি’সহ বেশকিছু সিনেমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য