Monday, May 12, 2025
Homeদেশগ্রামশেখ হাসিনা জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব‍্যবস্থা করেছেন : এমপি শাওন

শেখ হাসিনা জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব‍্যবস্থা করেছেন : এমপি শাওন


জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি :


ভোলা-৩ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগন নিরাপদে থাকে। বিএনপি জামায়াতের সময়ে দেশব্যাপী অরাজকতা আগুন সন্ত্রাসের রাজনীতির পতন হয়েছে। সাধারণ মানুষ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আবারো নৌকায় ভোট দিতে বদ্ধপরিকর। 

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে লালমোহনে জেলেদের মাঝে বকণা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, মৎস্য আহোরন নিষিদ্ধ কালীন সময়ে সরকার জেলেদের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে আন্তরিকতা সাথে কাজ করছেন। শেখ হাসিনা জেলেদের দুঃখ লাগবে যে সহযোগিতা করেছেন তা অনুকরণীয়। 

আজ (২৬ মে) শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রুহুল কুদ্দুস প্রমুখ।

আলোচনা শেষে ৪১জন জেলের মধ‍্যে বকনা বাছুর বিতরণ করেন এমপি শাওন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য