Saturday, August 2, 2025
Homeঅপরাধশিশুদের ঝগড়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী খুন

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী খুন

সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার বেহেলী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রোববার রাত পৌনে ৮টার দিকে আলিপুর গ্রামের আলমগীর ও তার চাচতো ভাই রাসেলের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে রাসেল ধারালো অস্ত্র দিয়ে চাচাতো ভাই আলমগীর ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। এরা হলেন- আলিপুর গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম (২৮)। জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য