Wednesday, January 14, 2026
Homeদেশগ্রামশিক্ষা মন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন দেশ সেরা শিক্ষক লালমোহনের নাহার

শিক্ষা মন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন দেশ সেরা শিক্ষক লালমোহনের নাহার

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন দেশসেরা শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক ভোলার লালমোহনের হোসনে আরা নাহার । পুরস্কার বিতরণ উপলক্ষ্যে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ মাধ্যমিক পর্যায়ে দেশসেরা শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন হোসনে আরা নাহার। তিনি ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার এ অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য