Wednesday, January 14, 2026
Homeবিনোদনশাহরুখের বাড়িতে তল্লাশি

শাহরুখের বাড়িতে তল্লাশি


পুত্রের সঙ্গে দেখা করে ফেরার পরপরই বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাতে তল্লাশি শুরু করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এর আগে, আজই প্রথমবার ছেলেকে দেখতে কারাগারে যান শাহরুখ খান।

সকালে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আরিয়ানকে দেখতে যান শাহরুখ। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল।
কারাগারের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন অভিনেতা। তবে বাবা-ছেলের কি কথা হয়েছে তা জানা যায়নি।
এদিকে, এবার আরিয়ানের জামিনের আবেদন করতে মুম্বাই হাইকোর্টে যাচ্ছে তার পরিবার। ইতোমধ্যেই হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করতে সকল প্রস্তুতি নিয়েছে তার পরিবার ও আইনজীবীরা বলে জানা গেছে।
সেশন কোর্টে আরিয়ানের হয়ে কোর্টে শুনানি করেন সিনিয়র আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানশিন্ডে। কিন্তু এনসিবির যুক্তির কাছে আরও একবার পরাস্ত হন তারা। তাই আপাতত আগামী কয়েকদিন জেলেই কাটবে আরিয়ানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য