Thursday, August 7, 2025
Homeঅপরাধশাহজালাল বিমানবন্দরে সোনার বারসহ প্রবাসী আটক

শাহজালাল বিমানবন্দরে সোনার বারসহ প্রবাসী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বারসহ মো. আরিফ নামে এক বাহরাইন প্রবাসীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার সানোয়ারুল কবীর। তার বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান সানোয়ারুল কবীর।

তিনি জানান, আটক প্রবাসী গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে আসার পর আরিফের আচরণ সন্দেহজনক ছিলো। প্রথমে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছে মোবাইলের দুটি কেসিং পাওয়া যায়। কেসিংয়ের ভেতর মোবাইল আকৃতিতে সোনা রাখা ছিলো। সিগারেটের প্যাকেটেও ছিলো বার। সব মিলিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় তার কাছ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য