লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফরিদা পারভীনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। সংগীতজীবনে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে পেশাদার সংগীতজীবন শুরু হয় তার। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা; বাবার সংগীতপ্রেম ও দাদির গান করার অভ্যাস থেকে তিনি অনুপ্রাণিত হন। বাবার চাকরির সুবাদে শৈশবে বিভিন্ন জেলায় বেড়ে উঠতে হয় তাকে।