Monday, October 13, 2025
Homeশিক্ষা সংবাদলালমোহন ষ্টুডেন্টস্ এসোসিয়েশন (LSA) এর উদ্যোগে “বৃক্ষের ডাক – ২০২৫” কর্মসূচি...

লালমোহন ষ্টুডেন্টস্ এসোসিয়েশন (LSA) এর উদ্যোগে “বৃক্ষের ডাক – ২০২৫” কর্মসূচি অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) লালমোহন ষ্টুডেন্টস্ এসোসিয়েশন (LSA) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি “বৃক্ষের ডাক – ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সৃষ্টি মডেল একাডেমী, করিমুন্নেছা মহিলা কলেজ, সরকারি শাহবাজপুর কলেজ, নয়ানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমোহন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।

স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নয়ন বলেন, “আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। শুধু আজকের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, এ কর্মসূচি লালমোহন থেকে ছড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ুক।”

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজকে আরও সক্রিয় করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য