Wednesday, August 27, 2025
Homeদেশগ্রামলালমোহন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির আওতায় বুধবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালের সামনে থেকে, লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালি বের হয়ে  বাজারের প্রদান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। 

এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ জাকির হোসেন মনির, আশরাফ উদ্দিন বাপ্পি, জেলা কমিটির সদস্য, আঃ রহমান, মো. সাইদ রব্বানী ইব্রাহিম, নেতা সুজন সরদার, লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক  রেজাউল রহমান শাহিন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার,  সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস। 

 আলোচনা সভা শেষে  হাসপাতাল এলাকা পরিস্কার  পরিস্কার-পরিছন্ন করেন।  নালা-ড্রেন থেকে ময়লা-আবর্জনা সরিয়ে জনসচেতনতামূলক শ্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা  হাসপাতালে পরিস্কার অভিযানসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপন কর্মসূচিও পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য