Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামলালমোহন পৌরসভার প্যানেল মেয়র নিয়ে বিতর্ক

লালমোহন পৌরসভার প্যানেল মেয়র নিয়ে বিতর্ক


লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবীরকে ১নং প্যানেল মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদাউসকে ২নং প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরণকে ৩নং প্যানেল মেয়র করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। এতে নড়েচড়ে বসেন পৌরসভার বাকী ১২ কাউন্সিলর। তারা জালিয়াতির মাধ্যমে এ প্যানেল মেয়র ঘোষণা করা হয়েছে এবং তা বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। পরে স্থানীয় সরকার ভোলা এর উপপরিচালক রাজিব আহমেদকে লালমোহন পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য দায়ীত্ব দেওয়া হয়। 
লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের জানান, ২০২১ সালের ১৯ জুন লালমোহন পৌরসভায় মাসিক সাধারণ সভার আহ্বান করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ওই সভায় বাজেট অধিবেশনের আলোচনা হয়। সেই রেজুলেশন দিয়ে পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন জেলা প্রশাসকের কাছে প্যানেল মেয়র গঠনের নাম পাঠান। 
এদিকে পৌরসভার ১২ কাউন্সিলর এক হয়ে জরুরী সভার আয়োজন করেন। ওই সভায় গঠিত ৩নং প্যানেল মেয়র আনোয়ার হোসেন হিরণ সভাপতিত্ব করেন। তিনি এই প্যানেল মেয়র গঠন প্রক্রিয়া অবৈধ ও জালিয়াতির মাধ্যমে হয়েছে বলে দাবী করে ওই রেজুলেশনেও তার স্বাক্ষর নেই বলে তিনি জানান। 
এ ব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের মোবাইল ফোনে বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য