লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজের উপাধ্যক্ষ মিজনুর রহমান লিপু, বিদ্যালয়ের সাবেক সভাপতি সেকান্তর হাওলাদার, ছানাউল্ল্যাহ মাষ্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মফিজুল ইসলাম মেলকার, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন, প্রভাষক মোঃ হারুনসহ বিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক, অবিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, এ বছর অত্র বিদ্যালয় হতে বিজ্ঞান ও মানবিক শাখাসহ মোট ৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।


















