লালমোহন (ভোলা) প্রতিনিধি :
ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লালমোহন উপজেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৫০টি গাড়ির বহরে প্রায় সাতশত যুবদলের নেতাকর্মীদের নিয়ে ভোলা জেলা যুবদলের নবনির্বাচিত সহসভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের নেতৃত্বে যাত্রা শুরু করে আনন্দ মিছিল ভোলা জেলা শহরে পৌঁছে। জেলা যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা যুবদলের এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে আনন্দ মিছিল সফল করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে কাজ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহসভাপতি নাজমুল হক পারভেজ, ফরাজগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক বেপারি, সেক্রেটারি রাসেল সিপাহি, ধলী গৌরনগর ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি সোহাগ, সেক্রেটারি ইমাম হোসেন, লালমোহন ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, বদরপুর ইউনিয়ন (দঃ) যুবদলের সভাপতি আনোয়ার জমাদার, সিঃ যুগ্ম সম্পাদক মনির সর্দার, সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা, যুবদলের নেতা এফএম সানি, বদরপুর ইউনিয়ন (উঃ) যুবদলের সভাপতি আকবর মেলকার, সম্পাদক ইসমাইল, রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম মাস্টার, সম্পাদক নয়ন, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার, মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নেতা হোসেন মুন্সি, বাচ্চু মাতবর, পলাশ মৃধা, শাহাজাদা, পশ্চিম চর উমেদ ইউনিয়ন যুবদলের নেতা নুরনবি, বজলু বেপারি, শাহিন, কালমা ইউনিয়ন (উঃ) যুবদলের নেতা মফিজ, আলম, আরজু, কালমা ইউনিয়ন (দঃ) যুবদলের নেতা শাহিন, রুবেল মাতবর, চরভুতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার মাস্টার, সেক্রেটারি কামরুল ইসলামসহ আরো অনেকে। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদ মিয়া, ইকবাল, রোকন, বিল্লাল, মিজান প্রমুখ।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারকে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সহসভাপতি পদে পদোন্নতি দেয়ায় যুবদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
ভোলা জেলা যুবদলের নবগঠিত এ কমিটির অনুমোদন দেয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান কবির হাওলাদার। সেইসঙ্গে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানান।