লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়।
এ জালের বাজার মূল্য অন্তত ৩০ লাখ টাকা। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পিডি মোল্লা এমদাদুল্যাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেন, অফিস সহায়ক খোকনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে জুন পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চলমান। ওই অভিযানের অংশ হিসেবে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে। আমরা কঠোরভাবে এ অভিযান অব্যাহত রাখবো।