Tuesday, January 13, 2026
Homeঅপরাধলালমোহনে ২ কেজি গাঁজাসহ আটক-৪

লালমোহনে ২ কেজি গাঁজাসহ আটক-৪

লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে প্রায় ২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে লালমোহন পৌর শহরের পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জান্টু (গাঁজা জান্টু), তাঁর স্ত্রী নার্গিস, স্ত্রীর বড় বোন আরজু ও মোঃ শাকিল। জান্টু লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও শাকিল লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর ফুলবাগিচা গ্রামের কালুর ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, জান্টু চিহ্নিত মাদক কারবারি। তাকে পৌর শহরের লাঙ্গলখালী ব্রিজের ওপর থেকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে জান্টুর বাড়িতে অভিযান চালিয়ে আরও আড়াইশত গ্রাম গাঁজাসহ নার্গিস, আরজু ও শাকিলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য