Sunday, August 10, 2025
Homeদূর্ঘটনালালমোহনে রিকশা চালক সুমনের স্বপ্ন আগুনে পুড়ে শেষ

লালমোহনে রিকশা চালক সুমনের স্বপ্ন আগুনে পুড়ে শেষ


লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে রিকশা চালক সুমনের মাথা গোজার ঠাই নিমিশেই  আগুনে পুড়ে শেষ। লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড সুগন্ধা সড়কে নিজের যায়গা না থাকায় অন্যের জমিতে ঘর করে থাকেন সুমন।

রিক্সা চালিয়ে এবং গরু লালন পালন করে তার বাসায় ফ্রিজ, টিভি, খাট, রিক্সার ব্যাটারী চার্জারসহ অনান্য মালামাল ছিল।  সোমবার বেলা ১২টার দিকে ফ্রিজের কমপেশার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত বলে জানা যায়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপূর্বেই পুড়ে যায় তার সমস্ত ঘর। সুমন জানায়, গরু বিক্রির নগদ দেড়লক্ষ টাকা ও মেয়ের মাদ্রাসার বেতন ২ হাজার পাঁচশত টাকা নিজের জমানো নগদ টাকা ছিল তার বাসায়। তাও পুড়ে শেষ হয়ে গেছে। ঘর ও নগদ টাকা, আসবাবাপত্র পুড়ে যাওয়ার কারণে মুহুর্তের মধ্যে নি:স্ব হয়ে এবং বাকরুদ্ধ হয়ে পড়েছে সে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সুমনকে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য