Sunday, August 10, 2025
Homeঅপরাধলালমোহনে রাতের আঁধারে সরকারি চাল পাচার, শ্রমিকদের দাবি ওসিএলএসডি ভাগ করে দেন...

লালমোহনে রাতের আঁধারে সরকারি চাল পাচার, শ্রমিকদের দাবি ওসিএলএসডি ভাগ করে দেন এ চাল

লালমোহন (ভোলা)‌ প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে সরকারি চাল পাচার করছেন খাদ্য গুদামের শ্রমিকরা। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় গিয়ে অটোরিকশা দিয়ে শ্রমিকদের চাল নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। ওইদিন কয়েকটি অটোরিকশায় করে ১৮ জন শ্রমিক অন্তত ৯০০ কেজি চাল নিয়েছেন।

রাতের আঁধারে সরকারি চাল নেওয়ার সময় মো. রিপন নামে এক শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন ইউনিয়নে নেওয়ার সময় আমাদের শ্রমিকদের জন্য সংশ্লিষ্টরা চাল রেখে যান। পরে ওসিএলএসডি স্যার আমাদেরকে এগুলো ভাগ করে দেন। এরমধ্যে আমাদের ১৮ জন শ্রমিকের ভাগে ৫০ কেজি করে পড়েছে। দিনের বেলায় সবাই কাজে ব্যস্ত থাকায় রাতে নিচ্ছি সেসব চাল।

শ্রমিকদের চাল নেওয়ার ব্যাপারে লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, কোনো শ্রমিককে আমি চাল দেইনি। তবে কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা সচিবরা চাল নেওয়ার সময় যদি বাহিরে কোথাও রেখে যান তা আমাদের জানা নেই।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, এ ঘটনা সম্পর্কে আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য