Tuesday, January 13, 2026
HomeUncategorizedলালমোহনে যুব লীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু, তোলপাড়

লালমোহনে যুব লীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু, তোলপাড়

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় যুবলীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গজারিয়া পূর্ব বাজারে অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা যুবলীগের অফিসে এই বোম সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। ওই অফিসের পিয়ন মো. বশির এ বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে পানের দোকান পরিচালনা করছি। একইসঙ্গে ওই অফিসেরও দেখাশোনা করি। যার সুবাধে আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুব লীগের অফিসে কিছু সিগারেট ও সুপারি রাখি। তবে গত কয়েক মাস ধরে ওই অফিস তালা মারা থাকায় সেখানে রাখা আমার সিগারেট ও সুপারি নিতে পারছিলাম না। শনিবার দুপুরে ওই অফিসের তালা ভেঙে ভেতরে থাকা আমার সিগারেট ও সুপারি বের করতে যাই। ভেতরে প্রবেশ করে দেখতে পাই একটি মিষ্টির কার্টুনে লাল কস্টেপ পেছানো বোমের মতো কয়েকটি কৌটা  রয়েছে। পরে বিষয়টি আমি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
এদিকে বোমা সাদৃশ্য বস্তুর খবর পেয়ে বিকালে ওই অফিস পরিদর্শন করেন লালমোহন থানার এসআই অপূর্ব এবং এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স।    
এসআই অপূর্ব কুমার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখেছি। এগুলো বোমা কিনা নিশ্চিত হতে আমরা বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য