লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের বেশী দামে কৃষকদের নিকট সার বিক্রি করায় এক সার ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ।
আজ ০৪ ফেব্রুয়ারী, মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্ত বাজার মনিটরিং করেন। মনিটরিং করার সময় সরকারি নির্ধারিত মূল্যের বেশী দামে কৃষকদের নিকট সার বিক্রি করায় লালমোহন মহাজন পট্টি এলাকায় মেসার্স সিকদার এন্টারপ্রাইজকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্পরসারণ কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।