Friday, August 1, 2025
Homeদেশগ্রামলালমোহনে বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

লালমোহনে বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ১৬ বছর পর জমকালো আয়োজনের মধ্যদিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শনিবার (২৬ শে) জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে বিগত কয়েকদিন ধরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল করেছেন। এতে উপজেলা থেকে ইউনিয়ন, সবখানেই নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।
উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২৬ শে জুলাই বিএনপির সম্মেলন উপলক্ষে নির্ধারিতস্থানে অন্তত ৩০ হাজার নেতাকর্মীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছে বিএনপি। এই সম্মেলনে কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকবেন ৮৫২জন এবং ডেলিগেট হিসেবে উপস্থিত থাকবেন ৫ হাজার। অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ। লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে এ ছাড়াও সম্মেলনে জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সম্মেলন নিয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন, আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে লালমোহনের আগামীর বিএনপির নেতৃত্বে ত্যাগী, স্বচ্ছ ও মেধাবীরা স্থান পাবেন। যার মাধ্যমে উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা সুশৃঙ্খল থাকবেন। এর ফলে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচী সুন্দরভাবে পালন করা যাবে। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা সম্ভব হবে।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই উপজেলার বিএনপির নেতাকর্মীদের ওপর নানাভাবে হামলা-মামলা ও দমন-নিপীড়ন চালানো হয়। যার কারণে ২০০৯ সালের পর এই উপজেলায় সুন্দরভাবে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে এখন স্বৈরাচারী সেই আওয়ামী ক্ষমতার অবসান ঘটেছে। যার জন্য আমরা এবার অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। এই সম্মেলনে কাউন্সিলররা যাদের যোগ্য মনে করেন তাদেরকেই আগামী দিনের লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্বের জন্য নির্ধারণ করবেন। নতুন এসব নেতৃত্বদানকারীরা দলকে আরও সুসংগঠিত করবেন। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিও নেবেন।
তিনি আরো জানান, আমি নিজেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) নির্দেশে আমি ৫ আগস্টের পর থেকে লালমোহন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছি। যার ফলে এই উপজেলার সকল জাতীয়তাবাদী মতাদর্শের নেতাকর্মীরা বর্তমানে ঐক্যবদ্ধ। আমি বর্তমানে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। সম্মেলনের মাধ্যমে কাউন্সিলররা আমাকে আবার  সাধারণ সম্পাদক নির্বাচিত করলে এই উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আরো শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নেবো। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের নিয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য