লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন বসত ঘরে সিঁধ কেটে চুরি করল চোর চক্র। ৩০ জুলাই শুক্রবার দিবাগত রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের ডাঃ আজহার উদ্দিন রোডের পূর্বমাথা সংলগ্ন জামালের নতুন বাড়ীতে বসত ঘরে সিঁধ কেটে চুরি করল চোর চক্র। জামালের স্ত্রী কুলসুম জানায়, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। চেরের দল রাতে আমাদের ঘরে ডুকে টাকা ৬ হাজার, গলার চেইন, কানের জিনিষ স্বর্ণঅলংকার ও জামাকাপড় নিয়ে চলে যায়। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের ভিতর সব আউলানো ঝাউলানো। পরে দেখি ঘরে সিঁধ কেটে চোর ডুকেছে। আমরা এলাকা বাসীকে জানিয়েছি। এলাকা বাসী থেকে জানা যায়, কিছু দিন পূর্বে পাশের চরমোল্লাজী গ্রামের ৫/৬ টি ঘর চুরি হয় এবং হকু বেপাড়ী বাড়ী জামে সমজিদের টাকা চুরি হয়। এখন আবার জামালের বাড়ীতে চুরি হল। হঠাৎ এলাকায় চোরের উৎপাতে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন জামালের বাড়ীতে চুরির ঘটনাটি আমি শুনেছি।


















