Monday, August 11, 2025
Homeদূর্ঘটনালালমোহনে তেলের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

লালমোহনে তেলের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি


লালমোহন (ভোলা) প্রতিনিধি: 


ভোলার লালমোহন উপজেলায় তেলের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌরসভার হাইস্কুল সুপার মার্কেট এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের ২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


গুদামের মালিকের ভাই ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ পাটওয়ারী জানান, দুপুরের দিকে হঠাৎ করে তেলের গুদামটিতে আগুন লাগে। এতে পুরোপুরি পুড়ে গেছে টিনসেডের গুদাম ঘর, সাতটি তেলের ড্রাম এবং একটি টিভিএস আরটিআর ফোর-ভি মডেলের মোটরসাইকেল। যার ফলে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে ১০ থেকে ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।


অন্যদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য