Wednesday, October 15, 2025
Homeদূর্ঘটনালালমোহনে তেতুঁলিয়া নদীতে নৌকা উল্টে এক জেলের মৃত্যু

লালমোহনে তেতুঁলিয়া নদীতে নৌকা উল্টে এক জেলের মৃত্যু

লামোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নৌকা উল্টে জিহাদ (১৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার  রাত দেড়টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ বদরপুর  ইউনিয়নের ৩নং ওয়ার্ড বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির মো. শাহাজাহান সাজ্জলের ছেলে।
নৌকার মাঝি দেলোয়ার হোসেন জানান, বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে ছয়জন মিলে মাছ ধরতে যান। এসময় নদীতে জাল বিছিয়ে রাত আনুমানিক দেড়টার দিকে সকলে ঘুমিয়ে পড়লে পাশ দিয়ে যাওয়া ভলগেটের ডেউয়ে তাদের নৌকাটি উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরে অন্য ট্রলারে উঠতে পারলেও ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। বেঁচে ফেরা জেলেরা হলেন, দেলোয়ার হোসেন, মো. সিয়াম, মো. হামিম, মো. শাহাজাহান ও মো. বেল্লাল। তারা সকলেই একই এলাকার বাসিন্ধা।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য