লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার ধনীগৌনগর ইউনিয়ন পাটওয়ারী হাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় অর্ধশত অসহায় নারী ও পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
তারুণ্যের প্রেরণা সংগঠনের সভাপতি জিহাদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান, সহসাধারণ সম্পাদক ও ব্লাড ব্যাংক বিষয়ক সম্পাদক হিমেল দে, শিক্ষা সম্পাদক সোহাগ ইসলাম, সদস্য মেহেদী হাসান সাগর, সাখাওয়াত হোসেন জুয়েল প্রমুখ।
এই সময় জিহাদুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের চারদিকে অনেক হতদরিদ্র মানুষ রয়েছে। যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা মাথায় রেখে তারুণ্যের প্রেরণা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো সমস্যা কিংবা সঙ্কটে লালমোহনে মানুষের পাশে থাকবে তারুণ্যের প্রেরণা সংগঠন।

















