Sunday, August 3, 2025
Homeদূর্ঘটনালালমোহনে ট্রলি চাপায় বৃদ্ধা নিহত, আহত-১

লালমোহনে ট্রলি চাপায় বৃদ্ধা নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার :

ভোলার লালমোহনে মালবাহী ট্রলির চাপায় মুনছুড়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জাফর (৬২) নামে আরেক বৃদ্ধ।


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের ৫নং ওয়ার্ড লঞ্চঘাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত মুনছুড়া উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আসুলি গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী ও আহত জাফর পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আবদুল হালিমের ছেলে। আহতকে উন্নয়ন চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে।


লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, সকালে লঞ্চঘাট সড়ক থেকে একটি ট্রলি লালমোহন বাজারের দিকে আসছিল। এসময় মুনছুড়া ও জাফর সড়ক পাড় হতে গেলে ওই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠিয়ে দেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে বৃদ্ধা মুনছুড়া কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রলি ও ড্রাইভার থানা হেফাজতে রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য