Friday, November 28, 2025
Homeদেশগ্রামলালমোহনে জেলেদের মধ্যে বকনা বাছুর ও জাল বিতরণ করলেন এমপি শাওন

লালমোহনে জেলেদের মধ্যে বকনা বাছুর ও জাল বিতরণ করলেন এমপি শাওন


জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার প্রত্যেকটি সেক্টরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য গাভী দেয়া হচ্ছে। যাতে অসহায় জেলেরা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে।   
রবিবার (১২ জুন) সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ ও প্রান্তিক জেলেদের মাঝে গাভী (বকনা বাছুর) এবং বৈধ জাল বিতরণ উপলক্ষে প্রধান অতিথির আলোচনা এসব কথা বলেন তিনি। 


এমপি শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারনে দেশের গ্রাম অঞ্চল থেকে শুরু করে সকল পেশার মানুষ এখন আগের তুলনায় অনেক ভালো আছে। 
 লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অনাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ,  উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান মিলন, বিভিন্ন ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যানসহ আরো অনেকে।
এমপি শাওন মোট   ১০ জন দুস্থ ও প্রান্তিক জেলের মধ্যে ১০টি গাভী ও ৩টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩জন) বৈধ জাল ও প্লুট বিতরণ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য