লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে লালমোহন ইউনিয়নের ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় লালমোহন ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড অংশগ্রহণ করেন। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই গোলই আসে প্রথমার্ধে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয়। এতে ৫ নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৬ নং ওয়ার্ড।
এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোর্শেদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা-৩, (লালমোহন-তজুমদ্দিন) আসনের মুঃ নিজামুল হক নাঈম, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন উপজেলা সভাপতি এম এ হাসান, সেক্রেটারী সোলাইমান জমাদার, লালমোহন পৌরসভাপতি নাজমুল আযম, প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন, উপদেষ্টা মো. এসহাকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথি মুঃ নিজামুল হক নাঈম তার বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল গ্রামীণ ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। বিশেষ অতিথি এম এ হাসান বলেন, গ্রামীণ পর্যায়ে ফুটবলের প্রতিভা অসাধারণ।আমরা লালমোহনের প্রতিটি ইউনিয়নের খেলা শেষ করে চ্যাম্পিয়নদের নিয়ে উপজেলা পর্যায়ে আবারো খেলা শুরু করবো। ধারাবাহিক প্রতিযোগিতা হলে এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।”
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস। খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। উল্লেখ্য, গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের মোট ৮টি ওয়ার্ড অংশ নেয়। সর্বশেষ শুক্রবার ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।