Monday, August 11, 2025
Homeদেশগ্রামলালমোহনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির লিটন সভাপতি, দুলাল সম্পাদক

লালমোহনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির লিটন সভাপতি, দুলাল সম্পাদক

লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ

দৈনিক কালের কণ্ঠ’র লালমোহন (ভোলা) প্রতিনিধি মো. মাহমুদ লিটনকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ’র লালমোহনের নিজস্ব সংবাদদাতা, বিপ্লবী সংবাদ.কম ও দৈনিক ভোলার বাণী’র লালমোহন প্রতিনিধি জাহিদ দুলালকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ভোলার লালমোহন উপজেলা শাখার ২৪ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে। 

সোমবার রাতে লালমোহন রিপোর্টার্সইউনিটির   কার্যালয়ে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি খলিল উদ্দিন ফরিদ সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য এ কমিটি ঘোষনা করেন। 

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তপতী রানী সরকার ( বিপ্লবী বাংলাদেশ )সহ-সভাপতি ইউসুফ আহমেদ (আমাদের নতুন সময়), শাহ আবদুল মোতালেব (দৈনিক ভোরের অঙ্গিকার ), যুগ্ম সাধারণ সম্পাদক  আরশাদ মামুন (বিডি ক্রাইম ও দৈনিক ভোরের অঙ্গিকার ), সহ – সম্পাদক, মঞ্জুর রহমান  (সোনালী নিউজ. কম),সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুর রহমান  (দৈনিক আলোচিত কণ্ঠ, খবর সংযোগ ) কোষাধ্যক্ষ মাওঃ আজিম উদ্দিন খান,(সাপ্তাহিক সোনার বাংলা), ক্রীড়া সম্পাদক মিজান হাওলাদার (স্বদেশ বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শংকর মজুমদার, (দৈনিক মতবাদ),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন  (ল’ নিউজ ২৪.কম,দৈনিক ভোরের বাণী),দপ্তর সম্পাদক ওমর রায়হান অন্তর (দ্বীপবন্ধু নিউজ প্রেস),নির্বাহী সদস্য মো. রুহুল আমিন (দৈনিক আজকালের খবর),মো. জসিম জনি, (দৈনিক যুগান্তর) মো. মামবুব আলম (ভোরের আলো,ভিন্ন বার্তা ),আবদুর রহমান নোমান, (দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক ভোলা প্রতিদিন), এম.ইউ. মাহিম (প্রতিদিনের কাগজ), সদস্য, আরিফুর রহমান রাহাত (ভোলা ট্রিবিউন),মো. নাঈম (রুপালী বার্তা), আরিফ হোসেন (লালমোহন নিউজ), মো.সাদিদ দৈনিক  (দৈনিক তালশ টাইমস),মো. আল- মামুন দৈনিক আমাদের মাতৃভূমি,মো.তারেকুল ইসলাম  (দেশ সময়)।

ভোলা জেলা শাখার সভাপতি সম্পাদক এতথ্য নিশ্চিত করেছেন। সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা কমিটি বিগত মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য