Monday, August 11, 2025
Homeদেশগ্রামলালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত

লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, নতুন সমবায় সমিতির অনলাইন নিবন্ধন সনদপত্র প্রদান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ভোলার লমোহনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এ বছর সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ”
শনিবার (০২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন এর সভাপতিত্বে এবং সমবায়ের সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল হাদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভা শেষে লালমোহন উপজেলায় সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে একটি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়। এসময় লালমোহন উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য