Wednesday, August 27, 2025
Homeঅপরাধলালমোহনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে  বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ

লালমোহনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে  বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ

লালমোহন জেলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে মো: আ: রহিম (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।  গত সোমবার  (১৮ আগস্ট) রাত ৯টার পরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের  ৬নং ওয়ার্ড চরমোল্লাজী কাজীর বাজার  এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার মৃত সামচল হক’র ছেলে মো: আ: রহিম অভিযোগ করে বলেন,স্থানীয় জামাল উদ্দিনের ছেলে মো: মফিজুল ইসলাম (ওপরে তেল মফিজ) ও কামাল গাংদের সাথে দীর্ঘদিন ৮শতাংশ জমি তারা জোর পূর্বক ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয় প্রদর্শন করিয়া ভোগ দখল করছিলো। ৫ আগস্টে আওয়ামীলীগ সরকার পতনের পর আমি আমার ওই জমি দলিল ও পর্চা অনুযায়ী জমিটি দখলে গিয়ে জমি চাষ দেই। এবিষয়কে কেন্দ্র করে ঘটনার দিন রাত ৯টার পরে আমি বাজারে যাওয়ার সময় মফিজ ও কামাল পূর্ব থেকেই রাস্তায় ৫থেকে ৭জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে মারার জন্য প্রস্তুত থাকে।

সন্ত্রাসীরা আমাকে একা পেয়ে দেশীয় অশ্র, দা, ছেনি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আমার উপর আতর্কীত হামলা চালায় এবং  আমার বুকের উপর চরে এলোপাতাড়ি ভাবে চর,থাপ্পড়, কিল, ঘুসি মারতে থাকে  এবং আমার হাত দুমড়ে- মুচড়ে দিয়ে রক্তাক্ত ও জখমসহ বেদম ভাবে পিটিয়ে আহত করে। এবং ২ লক্ষ  টাকা চাঁদাও দাবি করে মফিজরা। পরে আমি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনা স্থলে আসলে সন্ত্রাসীরা তাৎক্ষনিক পালিয়ে যায়। পরে আমার ভগ্নিপতি এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য  চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ওই সময় সন্ত্রাসীরা বলেন,এই ঘটনায় আমি কাউকে জানালে বাড়ীতে জীবিত অবস্থায় থাকতে দিবেনা বলে হুমকি দেয়।এতে আমি ও আমার পরিবার জীবনের অনিরাপত্তায় ভুগছি।আ: রহিম ও তার পরিবার  ন্যায় বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে অভিযুক্ত মো: মফিজুল ইসলামের ব্যবহৃত ফোন নাম্বারে কল দিয়ে বৃদ্ধ মো: আ: রহিমকে মারধর এর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন,আমি তাকে শুধু একটু গালমন্দ করেছি।তবে তারা আমাকে একদল সন্ত্রাসী দিয়ে মারধর করছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য