Saturday, November 29, 2025
Homeখেলাধুলালালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জাহিদ দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধি:
কাতার বিশ্বকাপ নকআউট পর্বে শুক্রবার রাত ৯টায় খেলবে ক্রোয়েশিয়া। এজন্য ভোলার লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড মনির কমিশনারের বাড়ী থেকে প্রায় ৩শ মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকগোষ্ঠী শোভাযাত্রা করে। এতে নেতৃত্ব প্রদান করেন লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মনির কমিশনার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই ভালো এবং প্রথম সারির দল। তৃতীয় দল হিসেবে আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়া শ্রেষ্ঠ দল। কারন এই দলের খেলোয়ারেরা খেলার ছন্দ, তাল মিলিয়ে খেলে। মাঠের দর্শক ও টিভির দর্শকেরা ক্রোয়েশিয়ার খেলোয়ারদের খেলা দেখে আনন্দ লাভ করে। আমি সবসময় ক্রোয়েশিয়ার সমর্থক ছিলাম আছি। শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল ভালো দল হিসেবে সারা বিশ্বে পরিচিত। তবুও আমার প্রিয় দল ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা রইল। আমার বিশ্বাস ক্রোয়েশিয়া ভালো খেলবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য