লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ১০ পিচ ইয়াবাসহ শাহাদাত (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
লালমোহন থানার এসআই আওয়াল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের সময় পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানিগ্রাম এলাকার ল্যাংড়ার দোনানের সামনে থেকে ১০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত একই এলাকার মৃত আবদুল হকের ছেলে।
এ ব্যাপারে শাহাদাতের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।