Sunday, December 14, 2025
Homeঅপরাধলালমোহনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জাহিদুল ইসলাম দুলাল

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন-প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, ফেস্টুন উড়ানো এবং শান্তির প্রতীক পায়রা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। আলোচনা সভায় লালমোহন উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সকাল ১০ টায় লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পৌরসভার চৌরাস্তার মোড়ে এ উপলক্ষে মানববন্ধন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আবদুল খালেক সওদাগরের সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মনজু তালুকদার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন, শিল্পকলা একাডেমির সাবেক যুগ্মসম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়া, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ শাখাওয়াত, ম্যানেজার মোঃ জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ।

বক্তরা তাদের বক্তব্যে বলেন জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসাবে ঘোষনা করে। এরপর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ। সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচর কমিশিন ও মাবিধাকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব। যে সব সংগঠনগুলো মানব বন্ধনে অংশ গ্রহণ করেন তা হলো, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটি, বাংলাদেশ রোদসী কৃষ্টি সংসার, উপজেলা শিল্প কলা একাডেমি, নেক্সাস ৯৩, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য