Tuesday, January 13, 2026
Homeদেশগ্রামলালমোহনে আইল্যান্ড একাডেমির যাত্রা

লালমোহনে আইল্যান্ড একাডেমির যাত্রা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বিশ্বের অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন দিক থেকে এগিয়ে থাকা দেশের মধ্যে অন্যতম দেশ জাপান। তবে বিগত কয়েক বছর ধরে দেশটির জনসংখ্যা মাইনাসে রয়েছে। যার কারণে দিন দিন জাপানে প্রচুর দক্ষ জনশক্তির অভাব দেখা দিয়েছে। এজন্য জাপান সরকার বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ লোকবল নিচ্ছেন।

জাপানের সেই দক্ষ জনবল সৃষ্টির লক্ষে দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় যাত্রা শুরু করেছে ‘আইল্যান্ড একাডেমি’। এই উপজেলার বেকারত্বের হার কমানোই একাডেমিটির মূল লক্ষ্য। এই আইল্যান্ড একাডেমি থেকে সর্বনিন্ম এইচএসসি, আলিম ও ডিপ্লোমা সমমান পাস করা তরুণ-যুবকদের জাপানিজ ভাষা শিখিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ করে দেয়া হবে।

লালমোহন পৌরশহরে ওয়েস্টার্ণ পাড়া এলাকার আমেরিকান ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইল্যান্ড একাডেমি। এটি পরিচালনা করছেন ইঞ্জিনিয়ার মো. তাজউদ্দিন তৌহিদ নামে এক যুবক।

তিনি জানান, আমাদের ভোলাবাসীর জাপান সম্পর্কে তেমন জানাশোনা নেই। তাই এ জেলার তরুণ ও যুব সমাজ যেন উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন সে লক্ষে আইল্যান্ড একাডেমিটি চালু করা হয়েছে। এ শাখার মাধ্যমে জাপানে যোগ্য ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষে কাজ করা হচ্ছে। কেউ আগ্রহী হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে প্রয়োজনীয় শিক্ষা ও সঠিক গাইডলাইন দিয়ে জাপানে পাঠানোর সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য