Wednesday, October 15, 2025
Homeশোক সংবাদলালমোহনের তোফায়েল আহমেদ চেয়ারম্যান আর নেই

লালমোহনের তোফায়েল আহমেদ চেয়ারম্যান আর নেই


লালমোহন সরকারী শাহবাজপুর কলেজের সাবেক অধ্যাপক, ফরাজগন্জ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, নুরুল ইসলাম চৌধুরী কলেজের দায়ীত্বপ্রাত্ব অধ্যক্ষ মুরাদ ও করিমুন্নেছা মহিলা কলেজের প্রভাষক এনামু্ল হাসানের বাবা জনাব তোফায়েল আহমেদ আজ সন্ধায় ভোলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহী – – রাজেউন)।

তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

তিনি তোফায়েল চেয়ারম্যান হিসেবেই এলাকায় বেশী পরিচিত ছিল।তার রাজনৈতিক বৈশিস্ট অত্যন্ত পরিছন্ন ও প্রতিহিংসা বিহিন।যা আজ অনুপুস্থীত বলেই মনে করছে বর্তমান সমাজ। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য