ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চটির মালিক হামজালাল শেখকে রাজধানীর কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সন্ধ্যায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।