Monday, August 11, 2025
Homeআইন-আদালতরামপুরায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রামপুরায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

বৃহস্পতিবার দিবাগত রাতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন- নাদিম মাহমুদ (২৭) ও রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।

গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন জানান, নাদিম ও রিপন ইয়াবা বড়ি নিয়ে ঢাকার মাদক কারবারিদের কাছে সরবরাহ করছিলেন। এ সময় তাদের তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় এনে মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন।

তিনি আরও জানান, নাদিম ও রিপনের বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য