Wednesday, January 14, 2026
Homeশীর্ষ সংবাদরাজধানীতে শুরু হচ্ছে শিশুশিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি

রাজধানীতে শুরু হচ্ছে শিশুশিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি


মাধ্যমিকের শিক্ষার্থীদের পর এবার প্রাথমিকের শিক্ষার্থীরাও টিকা পেতে যাচ্ছে। চলতি সপ্তাহেই এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ৫-১১ বছর বয়সিদের রাজধানীর প্রাথমিক স্কুলগুলোতে শুরু হবে টিকাদান। যেখানে ব্যবহার করা হবে ফাইজারের বিশেষ টিকা। পর্যায়ক্রমে সারা দেশে এই টিকা দেওয়া হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পক্ষকালব্যাপী সেবা পক্ষ পালন কর্মসূচির উদ্বোধনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক দেশে এলেই দিনক্ষণ ঠিক করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি জানান, ঢাকার যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব এলাকায় আগে টিকা দেওয়া হবে।

এ সময় স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, শিশুদের টিকা নিয়ে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুত আছে। স্বাস্থ্যমন্ত্রী দেশে এলেই দিনক্ষণ ঠিক করে কার্যক্রম শুরু করব। সুরক্ষা অ্যাপস বাচ্চাদের নিবন্ধনের জন্য খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন (নিবন্ধন) শুরু হয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকের শিক্ষার্থী ছাড়াও সারা দেশে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুর সংখ্যা দুই কোটি ২০ লাখের মতো। সে অনুযায়ী চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে চার কোটি ৪০ লাখ টিকার চাহিদা পাঠায় সরকার। সে অনুযায়ী গত ৩০ জুলাই ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা পাঠায় ডব্লিউএইচও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য