দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান সাকিব। দুর্দান্ত এক ডেলিভারিতে আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন তিনি।
এরপর ক্যারিবীয় অধিনায়ক জেসম মোহাম্মদকে স্ট্যাম্পিংয়ে ফাঁদে ফেলেন সাকিব। প্রতিবেদন লেখার সময় উইন্ডিজের স্কোর ১৭ ওভারে ৪ উইকেটে ৫৬ রান। কাইল মেয়ার্স ৯ ও এনক্রুমাহ বনার শূন্য রানে ব্যাট করছেন।
সাকিব এখন পর্যন্ত ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।