Tuesday, August 12, 2025
Homeঅপরাধরাঙ্গামাটিতে দুই যুবককে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে দুই যুবককে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বুধবার ভোরে উপজেলার ওয়াবদা গর্জনিয়া এলাকায় ঘুম থেকে ডেকে নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)। তাদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। রাঙ্গামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) নজিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা জেএসএসের সমর্থক বলে দাবি করেছেন এলাকাবাসী। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য