Sunday, August 3, 2025
Homeআন্তর্জাতিকরহস্যজনক সুড়ঙ্গের প্রবেশদ্বারের ছবি নিয়ে তোলপাড়

রহস্যজনক সুড়ঙ্গের প্রবেশদ্বারের ছবি নিয়ে তোলপাড়


পরিত্যক্ত জমিতে পাথরের তৈরি একটি সুড়ঙ্গের প্রবেশদ্বার। তবে এ সুড়ঙ্গপথ ধরে একজনের বেশি মানুষ যেতে পারবেন না। এমন একটি সুড়ঙ্গপথের প্রবেশদ্বারের ছবি এক গুগল ম্যাপ ব্যবহারকারীর হাতে আসে। তিনি তা ‘রেডিট’-এ পোস্ট করার পর এ ছবি নিয়ে মেতেছেন নেটিজেনরা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
ওই গুগল ম্যাপ ব্যবহারকারী ছবিটি পোস্ট করার পর প্রশ্ন করেন— ‘কোথায় যাচ্ছে এই পথ?’

এর পর থেকেই ওই ছবি নিয়ে শুরু হয় আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একজনের দাবি, তুরস্কের বুরদুর আর ডেনিজিলের মাঝামাঝি এই রকম পরিত্যক্ত জমি রয়েছে। বহু প্রাচীন গ্রিক শহরও রয়েছে তুরস্কের ওই অংশে। কোনো একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলের মধ্যেই হয়তো এই রহস্যজনক দরজা রয়েছে।

অপর এক ব্যবহারকারীর দাবি, পৃথিবীতে এমন কোনো দ্বারপথের অস্তিত্ব নেই। হয়তো ইউরেনাস গ্রহে রয়েছে। অনেকে আবার বলছেন, এই পথ হয়তো কোনো সমাধিস্থলে যাওয়ার রাস্তা।

মাঝেমধ্যেই গুগল ম্যাপ ব্যবহারকারীরা এমন রহস্যজনক নানা ছবি প্রকাশ্যে আনেন। সম্প্রতি মোরুরোয়া নামক একটি দ্বীপের আবছা ছবি নিয়েও তোলপাড় হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য