Monday, August 11, 2025
Homeশিক্ষা সংবাদযশোর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এসএসসির বাংলা পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর

যশোর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এসএসসির বাংলা পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর

যশোর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এসএসসির বাংলা ২য় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে উক্ত পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রথম পত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হয়। গত শনিবার বাংলা দ্বিতীয় পত্রের শুধু সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বহুনির্বাচনি অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য