যশোরের ঝিকরগাছায় শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বল্লা গ্রামে দুর্ঘটনা দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ কিশোর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, শুক্রবার বিকালে ঝিকরগাছা থেকে আসা একটি মোটরসাইকেল ও বাঁকড়া থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)। আহতরা হলেন- বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (১৩), শফিকুল ইসলাম ছেলে রাব্বি হোসেন (১৮), আজিম উদ্দিন ছেলে নাইম হোসেন (১২)।
ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, দুইজনের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।