Sunday, December 14, 2025
Homeআন্তর্জাতিকম্যানইউ রোনাল্ডোর বিরুদ্ধে আদালতে যাচ্ছে

ম্যানইউ রোনাল্ডোর বিরুদ্ধে আদালতে যাচ্ছে

পঞ্চম বিশ্বকাপ খেলতে মুখিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও সময়টা ভালো যাচ্ছে না তার। সন্তান ও বাবা মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

মাঠের পারফরম্যান্সও ভালো কাটছে না তারা।তবে সেসব ঝেড়ে কাতার বিশ্বকাপে মনোযোগ তার। কারণ বয়স ৩৭ পেরিয়ে, পরের বিশ্বকাপের আগেই অবসরে যেতে পারেন। এদিকে বিশ্বকাপ জেতা তো দূরের কথা, কখনও ফাইনালেই উঠতে পারেনি তার দল পর্তুগাল। এবার নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপে দলকে শিরোপা জিতিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সে পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে রোনাল্ডোরই প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।  রোনাল্ডোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ম্যানইউ। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাতার বিশ্বকাপের পর ক্লাবের অনুশীলনে আসতে বারণ করা হয়েছে সিআর সেভেনকে।

এর অর্থই হতে চলেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে বোধহয় আর দেখা যাবে না রোনাল্ডোকে। এ খবর বিশ্বকাপের আগে রোনাল্ডোর উপর বাড়তি চাপ বলে মনে করছেন বিশ্লেষকরা। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে ম্যানইউ ক্লাব ও দলের হেড কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন পর্তুগিজ সুপারস্টার। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন বক্তব্য দেওয়ার পর ম্যানইউর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকছে না রোনাল্ডোর। এবং পর্তুগিজ মাহতারকার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে ম্যানইউ। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে রোনাল্ডোর এই স্পর্শকাতর ইস্যুতে ধীরেচলো নীতি নিতেই পারতেন ম্যানইউ কর্তৃপক্ষ, এমন দাবিও বিশেষজ্ঞদের। এ দাবি অবশ্য কানে নেয়নি ম্যানইউ ক্লাব কর্তৃপক্ষ। তাদের আইনি দল জানিয়েছে, ইতোমধ্যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ শুরু করেছে তারা। রোনাল্ডোর ৯০ মিনিটের ওই সাক্ষাৎকারের ফুটেজ বিশ্লেষণ করতে যাচ্ছেন তারা।

প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ শুরু হতে মাত্র আর একদিন বাকি। বিশ্বকাপ চলাকালীনই আদালতের ঝামেলায় পড়বেন রোনাল্ডো? বিষয়টি অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলতে তার মাঠের পারফরম্যান্সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য