সোমবার সকাল পৌনে ৭টায় ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান থানার কুচিয়ামোড়া নামক স্থানে ত্রিমুখী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, সোমবার সকাল ৭টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী আরাম পরিবহন একটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার (ঢাকা মেট্রো চ-১৫-৯৭১৮) এবং বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৫৮৭১) সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচ যাত্রী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।