Sunday, August 3, 2025
Homeদূর্ঘটনামির্জাপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে গিয়ে ফাতেমা আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লৌহজং নদীর মির্জাপুর উপজেলার চান্দুলিয়া দস্তিরাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফাতেমা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের সাহাদত হোসেন খানের মেয়ে। সে বহুরিয়া আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফাতেমা তারবড় ভাই সোহান খানের সাথে মাছ ধরতে লৌহজং নদীর চান্দুলিয়া এলাকায় যায়। ফাতেমাকে নদীর পাড়ে বসিয়ে রেখে সোহান সাতার কেটে নদীর ওপারে যায়। সে সময় ফাতেমা অন্য শিশুদের সাথে খেলতে খেলতে পানিতে নেমে ডুবে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধারে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে না পেয়ে উদ্ধার কাজের সমাপ্ত করেন।
শুক্রবার সকালে লৌহজং নদীর চান্দুলিয়া দস্তিরাপাড়া নামক স্থানে মাছ ধরতে গিযে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন বলে গনমাধ্যমকর্মী স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য