Saturday, December 13, 2025
Homeদেশগ্রামমাভাবিপ্রবি সিপিএস বিভাগের উদ্যোগে জাতীয় সেমিনার ও কর্মশালা

মাভাবিপ্রবি সিপিএস বিভাগের উদ্যোগে জাতীয় সেমিনার ও কর্মশালা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে ‘ক্রাইম, ভিক্টিম্স এবং জাস্টিস’ শীর্ষক জাতীয় সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক। সভাপতিত্ব করেন উক্ত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
সেমিনারে ক্রাইম, ভিক্টিম্স এবং জাস্টিস এর উপর ১৮টি গবেষণা প্রবন্ধ ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ উপস্থাপন করেন। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য