Tuesday, August 12, 2025
Homeসড়ক দুর্ঘটনামানিকগঞ্জে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আজ সোমবার সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের মোটর সাইকেল চালক রুবেল হোসেন ও মোটর সাইকেলের যাত্রী মাগুরার নূরে আলম।বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদশ ফরিয়াদ মাহমুদ বলেন, নূরে আলম নামের ওই ব্যক্তি রুবেল হোসেনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে পুখুরিয়া এলাকায় ওই দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় একটি ট্রাক। এতে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য