লালমোহন (ভোলা) প্রতিনিধি:
রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. আবুল খায়ের সবুজ। শনিবার রাত ৮টায় ঢাকার পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা শেষে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল খায়ের সবুজকে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। এদিন মোট সাতটি ক্যাটাগরিতে ৩১ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের সন্তান। তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড। সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ্ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করছেন মো. আবুল খায়ের সবুজ। এছাড়া তিনি একজন নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত তিনি ৪৫ বার মুমূর্ষ রোগীদের রক্তদান করেছেন।
প্রসঙ্গত, আবুল খায়ের সবুজ এরআগেও রক্তদান এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।#